কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ নিউজ ডেস্ক :পুলিশের কক্সবাজার রেঞ্জের ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়। কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন। Share this:FacebookX Related posts: কক্সবাজারের এসপিসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি ডিএমপির ৩ পুলিশ পরিদর্শককে বদলি হালুয়াঘাটে শুভ‘বড়দিন’ ইংরেজি নববর্ষ ও থার্টিফাস্ট নাইটকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার আত্রাইয়ে আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ করোনায় একদিনে আক্রান্ত আরও ১৮৬ জন পুলিশ গৌরীপুরে লকডাউন সিথিল হলেও পুলিশ কঠোর অবস্থানে ধর্ষণ করে যাওয়ার সময় ঝাপটে ধরে চিৎকার, আটক পুলিশ সদস্য! সংবাদ প্রকাশের পর অবশেষে বন কর্মকর্তার বদলি ঝিনাইদহে বিএনপির মানববন্ধনের ব্যানার কেড়ে নিল পুলিশ বৃদ্ধ বাবাকে গভীর রাতে সড়কে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ SHARES Matched Content সারা বাংলা বিষয়: ৩৪একযোগেকক্সবাজারেরপরিদর্শককেপুলিশবদলি