৯ মামলায় গ্রেপ্তার ফখরুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪ অনলাইন ডেস্ক : রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি এ নয় মামলায় অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন। এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। এরপর রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। গত ৩১ ডিসেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের রমনার তিন ও পল্টনের ছয় মামলার গ্রেপ্তার ও জামিন শুনানির জন্য ০৯ জানুয়ারি দিন ধার্য করেন।গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। Share this:FacebookX Related posts: ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ আমলে নেবে না: ওবায়দুল কাদের সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই: মোশাররফ আগুন লাগানোর প্রাকটিস বিএনপির আছে: কাদের ‘শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না’ আজীবন বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর আলম আ.লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়: ওবায়দুল কাদের ‘বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা’ এক দফার আন্দোলনেই সরকারের পতন: মির্জা ফখরুল বিএনপির তিন নেতা ষড়যন্ত্র করতে সিঙ্গাপুরে গেছেন কি-না প্রশ্ন তথ্যমন্ত্রীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আলাল গ্রেপ্তার ২৪ ডিসেম্বর অবরোধসহ যেসব কর্মসূচি দিল বিএনপি ট্রেনে আগুন নিয়ে বিএনপির নেতাদের মিথ্যাচার হত্যাকান্ডের চেয়েও বীভৎস কুৎসিত : তথ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৯ মামলায়গ্রেপ্তার ফখরুল