নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৪ অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার (১০ মে) সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ঐদিন বেলা ৪ টায় রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে। সোমবার ৬ মহানগর দক্ষিণের সদস্য (দপ্তরের চলতি দায়িত্ব) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস রিলিজে তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহবান জানানো হয়। Share this:FacebookX Related posts: সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি তারেকের হাওয়া ভবন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি: কাদের বজ্রপাতে মৃত্যু হলেও সরকারের ওপর দায় চাপায় বিএনপি: ওবায়দুল কাদের ১/১১ এর মতো পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: কাদের ‘বিএনপি আন্দোলনে পরাজিত’-ওবায়দুল কাদের ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি’-ওবায়দুল কাদের ‘বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা’ ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল বিএনপি: ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যেই প্রমাণ হয় তারা জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক: তথ্যমন্ত্রী ২৪ ডিসেম্বর অবরোধসহ যেসব কর্মসূচি দিল বিএনপি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার SHARES Matched Content জাতীয় বিষয়: নয়াপল্টনেবিএনপিশুক্রবারসমাবেশ করবে