বিএনপিকে স্বাগত জানালেন কাদের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ নিউজ ডেস্ক : জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সেতুমন্ত্রী বলেন, দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান ওবায়দুল কাদের। নির্বাচনী রাজনীতিতে দলটির এ অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফেরদৌস। Share this:FacebookX Related posts: ভোটে কেন পিছিয়ে বিএনপি, ‘দুই কারণ’ জানালেন কাদের বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো পারাপার শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন দেশে কখন কি ঘটে বলা যায় না বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের খালেদার বাইরে যাওয়া নিষিদ্ধ করার আদেশ অমানবিক বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ ন্যাপ এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে পাবনা-৪ আসনে আবারও নির্বাচন দাবি বিএনপির বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না : কাদের সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নেতৃত্বের দুর্বলতায় পিছিয়ে যাচ্ছে বিএনপি: কাদের SHARES Matched Content রাজনীতি বিষয়: কাদেরজানালেনবিএনপিকেস্বাগত