আ.লীগ জঘন্য খেলায় মেতে উঠেছে : ফখরুল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ নিউজ ডেস্ক :সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে শাসনকাল প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন,ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার ঘৃণ্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বীভৎসতা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধীদলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেয়া হয়েছে। মাগুরা জেলা বিএনপি কার্যালয়সহ আহসান হাবীব কিশোরের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব এবং পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনায় আবারও প্রমাণিত হলো-সারাদেশটাকে এখন নিরাপত্তাহীনতার অতল গহব্বরে নিমজ্জিত করা হয়েছে। শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস সন্ত্রাসীরা পেতো না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। Share this:FacebookX Related posts: নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে আ.লীগ : ফখরুল আসন্ন নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠকে আ. লীগ ফখরুলের কাছে ভোট চাইলেন আতিক খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না : ফখরুল মিথ্যাচার করে জিয়াকে খাটো করার অপচেষ্টা করছে: ফখরুল আ.লীগ দেশ পরিচালনায় ব্যর্থ : ফখরুল হাজার বালতি দুধ ঢেলেও আ.লীগ সরকারকে পবিত্র করা অসম্ভব : আলাল সরকারের ষড়যন্ত্রে সাংবাদিক রুহুল আমিন গাজী গ্রেফতার: ফখরুল গণতন্ত্রকে সরকার চিরদিনের জন্য কবরস্থ করতে চায় : ফখরুল নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জ: ফখরুল বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল সরকার টিকা নিয়ে লুটপাট শুরু করেছে: ফখরুল SHARES Matched Content রাজনীতি বিষয়: আ.লীগউঠেছে :খেলায়জঘন্যফখরুলমে'তে