প্রায় আট মাস পর বসেছে আ.লীগের সভাপতিমণ্ডলীর সভা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

নিউজ ডেস্ক : প্রায় আট মাস পর বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সভা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

স্বাস্থ্যবিধি মেনে সভাপতিমণ্ডলীর বেশিরভাগ সদস্য সভায় উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি, রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আজকের সভায় আলোচনা হবে।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।