ইরানে এবার ডেইরি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ধারাবাহিকতায় এবার আগুন লেগেছে একটি ডেইরি ফ্যাক্টরিতে। মঙ্গলবার রাতে তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এসলামশাহরে ঘটেছে এ ঘটনা।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ডেইরি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দ্বিতল ভবনটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় এক দমকলকর্মী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘রহস্যজনক’ অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে গত জুলাইয়ে আগুন লেগেছিল দেশটির নানতাজ পারমাণবিক স্থাপনায়। এটি শত্রুদের পরিকল্পিত নাশকতা ছিল বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালুন্দি।

চলতি মাসের শুরুতে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পারমাণবিক স্থাপনায় একাধিক সাইবার হামলা আটকে দিয়েছেন তারা।