ফিলিপাইনে বিমানে আগুন ধরে নিহত ৮ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ অনলাইন ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় উড্ডয়নেরই পর পরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদন অনুযায়ী, দ্য ওয়েস্টউইন্ডের বিমানটি ‘মেডিকেল ইভাকুয়েশন’ মিশনের অংশ হিসেবে জাপানের হ্যানেডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তাতে ফিলিপাইনের ক্রু ছিলেন ৬ জন। এছাড়া যাত্রী ছিলেন দু’জন। তারা যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। তবে কর্তৃপক্ষ তাদের কারোরই পরিচয় প্রকাশ করেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পর পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রানওয়ের শেষ সীমানায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন অগ্নিনির্বাপণ কর্মীরা। বিভিন্ন রাসায়নিক ব্যবহার করলেও তারা প্রাণহানি ঠেকাতে পারেননি। বিমানবন্দরটিতে বেশির ভাগ বিমান চলাচল বন্ধ। বিমানবন্দরেই আটকা পড়ে আছে বিমানগুলো। দেশটির সরকার রাজধানী ম্যানিলাসহ দেশটির প্রধান দ্বীপ লুজানকে অবরুদ্ধ করে রেখেছে। করোনা ভাইরাসের বিস্তার রোধেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। ম্যানিলা বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এড মনরেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, বিমানটির কোন আরোহী আর বেঁচে নেই।’ তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর সব রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: জার্মানিতে দুটি সিসা বারে গুলিবর্ষণ, নিহত ৮ বৈরুতের বন্দরে ভয়াবহ আগুন ইরানে এবার ডেইরি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ রাশিয়ায় করোনা হাসপাতালে আগুন রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ১১ জনের মৃত্যু অস্থায়ী তাঁবুতে আগুন, বন্ধ ক্যাপিটল ভবন ভারতে খনি বিস্ফোরণ : নিহত ৮ চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আগুননিহত ৮ফিলিপাইনেবিমানে