চীনে স্বর্ণখনিতে আগুন: নিহত ২, নিখোঁজ ৪

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডং রাজ্যের একটি স্বর্ণখনিতে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে ও আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শ্যানডং রাজ্যের ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সময় এই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

গত জানুয়ারিতে ওই প্রদেশের পৃথক আরেকটি স্বর্ণখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।

সরকারের ওই নির্দেশনার এক মাসের মধ্যে আবারও দুর্ঘটনা ঘটল শ্যানডংয়ে।