প্লাজমা দিতে ঢাকায় গেলেন কুড়িগ্রামের করোনাজয়ী ২৪ পুলিশ সদস্য

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে ঢাকায় গেলেন কুড়িগ্রামের করোনাজয়ী দুই নারী পুলিশ সদস্যসহ ২৪ পুলিশ সদস্য। মঙ্গলবার রাতে তারা কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে উদ্দিশ্যে রওয়ানা দেন। এসময় তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয় সুত্রে জানা গেছে, করোনাকালীন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জেলায় বিভিন্ন থানায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের ৪৭ জন সদস্য। এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দু’জন পুলিশ সদস্য। সুস্থ হওয়াদের মধ্যে ২৪ পুলিশ সদস্য করোনা রোগীদের প্লাজমা দিতে রাজি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এব্যাপারে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনা থেকে মুক্ত রোগীদের শরীরে তৈরিকৃত এন্টিবডি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। এজন্য প্লাজমা দেয়ার উদ্যেশ্যে তাদের রাজারবাগ পুলিশ লাইন্স এ প্রেরণ করা হয়েছে। এতে করে করোনাজয়ী এই ২৪ পুলিশ সদস্যের প্লাজমা করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে সহায়তা করবে।