ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর মুক্তিযোদ্ধা বাবার উপর নির্মম হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন।

আজ সোমবার উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্মা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে ঘুমন্ত অবস্থায় গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাস ভবনে প্রবেশ করে নৃশংস হামলা চালানো হয়।

হামলার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সন্তান কমান্ড মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছাত্তার, সাবেক কমান্ডার হাবিবুর রহমান হলুদ, সাবেক ডিপুটি কমান্ডার আবদুল হাই প্রমুখ।