মসজিদে এসির বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের স্থানীয় হাসপাতালসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে তারা বের হওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। তবে এখনও হতাহতের সঠিক খবর জানা যায়নি।