পাংশায় উপনির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশা উপজেলার ২ টি ইউনিয়নের সদস্য পদে উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য়ালয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।

এসময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বুড়ো উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মৌরাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদে মোছা ঃ নাসিমা খাতুন ও মাছপাড়া ইউনেয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদে মোঃ মহসিন উদ্দিন শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।