বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিকে সমৃদ্ধশালী করতে ৭০ পারসেন্ট ভর্তুকিতে সিআইজি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন দিচ্ছে বর্তমান সরকার। মন্ত্রী শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধান মাড়াইয়ের মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে মন্ত্রী জানান। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এনএটিপি টু প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাকছুদুল হাসান মাছুদ, কৃষি অফিসার মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ফাহিমা আক্তার ফাহিমসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে ১৭ টি সিআইজি কৃষক গ্রুপের মধ্যে ৩১ টি পাওয়ার টিলার ও ১৫ টি ধন মাড়াইয়ের মেশিন বিতরণ করা হয়। এসময় ধনবাড়ী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা ও কর্মচারী সহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে : কৃষিমন্ত্রী আড়াই লাখ মসজিদে ১২২ কোটি টাকা দিলো সরকার করোনাকালেও সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে কৃষিখাতে ৪ টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার আমের ট্রাকে ফেনসিডিল, তিন বিক্রেতা গ্রেপ্তার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ সাভারে গাড়ি চালক ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কৃষিমন্ত্রীবর্তমান সরকার কৃষিবান্ধবসরকার