কেমিক্যাল মেশানো ৫ হাজার কলা ধ্বংস

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মে ২, ২০২০

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো প্রায় ৫ হাজার কলা ধ্বংস করা হয়েছে। সেই সাথে কেমিক্যাল মেশানোর দায়ে দুই কলা ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে ওই পরিমান কলা ধ্বংস করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, রমজানে কলার অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা মানবদেহের জন্য অত্যন্ত বিপদজনক কেমিক্যাল মিশিয়ে রাতারাতি কাঁচাকলা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করছিল। পরে অভিযান চালিয়ে ওই বাজারের কলা ব্যবসায়ী সাগর হোসেন ও আইয়ুব আলীর আড়ৎ এ কেমিক্যাল ও কেমিক্যাল মেশানো কাঁচা ও পাকা কলা পাওয়া যায়। পরে কেমিক্যাল মেশানো কলা ধ্বংস করা হয়। সেই সাথে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।