হালুয়াঘাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৃথক পৃথক স্থানে ২২ এপ্রিল বুধবার সকালে বজ্রপাতে হান্নান (৪৫) ও আবুল কাশেম(৫০) নামক দুই জন কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকরা হলেন, উপজেলার কুতিকূড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র হান্নান ও কড়ইতলী গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আবুল কাসেম।

স্থানীয়সূত্রে জানা যায়, নিহত হান্নান সকালে গরুর জন্য ঘাঁস কাটতে মাঠে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় এবং শসা ক্ষেতের পরিচর্চা করার সময় বজ্রপাতে আবুল কাশেম আহত হয়। পরে স্থানীয়রা আহত আবুল কাসেমকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, নিহত কৃষকদ্বয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন বলে জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।