কুড়িগ্রামে ‘ভুমিদস্যু’ আব্দুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিন সাপখাওয়া গ্রামের ‘ভুমিদস্যু ও ভুয়া দলিল’ সৃষ্টি করে প্রতারণাকারী আব্দুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. ইলিয়াছ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের বাড়ি করে বসবাস করা ৪৪ শতক জমি দখলে নেয়ার জন্য ভুমিদস্যু আব্দুর রহমান এবং তার দুই ছেলে মমিনুল ইসলাম ও বাবু মিয়া মিলে ভুয়া দলিল তৈরি করে সহকারী জজ আদালতে মামলাসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। শুধু তাই নয় চলমান মামলার তদন্তকে বাধাগ্রস্থ করতে তাদের পাশাপাশি তদন্তকারী থানা পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছে ভুমিদস্যু পরিবারটি। এ অবস্থায় উক্ত বিরোধপূর্ণ জমির মালিকানা পেতে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে মো. ইলিয়াছ হোসেনের পরিবারের অন্যান্য সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কুড়িগ্রামে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি কুড়িগ্রামে আবারো বাড়ছে ধরলার পানি কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি পার্বতীপুরে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে রাজারহাটে আনন্দ র্যালি কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘ভুমিদস্যু’আব্দুর রহমানের বিরুদ্ধেকুড়িগ্রামেসংবাদ সম্মেলন