৯৯৯ এ ফোন কলে সরকারি খাদ্য সহায়তার ২৫৮০ কেজি চাল উদ্ধার

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : ৯৯৯ এ এক কলারের ফোন কলে সরকারী খাদ্য সহায়তার ২৫৮০ কেজি চাল উদ্ধার করেছে বগুড়ার শাহজাহানপুর থানার পুলিশ।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ একজন কলার বগুড়ার শাহজাহানপুরের উমর দিঘী বাসস্ট্যান্ড থেকে ফোন করে জানান একটি রিকশা গ্যারেজের পিছনে সরকারি খাদ্য সহায়তার বিপুল পরিমাণ চালের বস্তা পাচারের জন্য লুকিয়ে রাখা হয়েছে। কলার আরো জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এর সাথে জড়িত তাই তিনি তার নিজের নাম ও পরিচয় গোপন রাখতে চান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শাহজাহানপুর থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বলা হয়। সংবাদ পেয়ে শাহজাহানপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে শাহজাহানপুর থানার এসআই আব্দুর রহমান ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একটি রিকশা গ্যারেজের পেছনে লুকানো অবস্থায় সরকারি খাদ্য সহায়তার ৮৬ বস্তা চাল, প্রতিটি বস্তা ৩০ কেজি করে মোট ২৫৮০ কেজি চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রিকশা গ্যারেজে কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আটকের প্রচেষ্টা চলছে।