জঙ্গী সংগঠন আল্লাহর দলের ২ সদস্য আটক

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর চকবাজার থানা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দল এর ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- মোঃ হানিফ হোসেন (৩১) ও মোঃ জামাল বেপারী (৩০)।
শনিবার দুপুরে র‌্যাব-১০ এর মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার চকবাজার হরনাথ ঘোষ রোডস্থ এ্যাপেক্স মোড়ের সামনে থেকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে শেখ হাসিনার সরকার-শয়তানের সরকার, এদেশে নারী নেতৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহর সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ লেখাসহ আরো অন্যান্য লেখা শিরোনামে সম্বলিত ১১৪ পাতা লিফলেট এবং মোবাইল ১টি সহ উদ্ধার করা হয়।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর দু’জন সদস্য নয়াগাও রোড, মুক্তিযোদ্ধা রহিম মেম্বারের বাড়ীর পশ্চিম পাশে, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জমায়েত হয়ে সরকার বিরোধী লিফলেট বিলিরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য তারা। দলে যোগদানের ব্যাপারে সাধারন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কোমল মনের যুবকদের উদ্বুদ্ধ করে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ত বিপন্ন করার জন্য। জনগনের যানমালের ক্ষতিসাধনের লক্ষ্যে উগ্র জঙ্গীবাদী ও উগ্র ধর্মীয় লিফলেট নিজেদের দখলে রেখে ও বিলি করার মাধ্যমে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করে। একে অপরের যোগসাজসে অপরাধ সংঘটিত করার জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ষড়যন্ত্র করে আসছে।

তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা এই সংগঠনের প্রধান বা কর্ণধার মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শের অনুসারী। মতিন মেহেদীর বাড়ী গাইবান্ধা বলে জানায়।

আটক ও পলাতক আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দল এর সদস্য হয়ে লিফলেট বিলি করে ও বিলির চেষ্টাসহ ষড়যন্ত্র পূর্বক শক্তি প্রদর্শনের মাধ্যমে সমর্থন আদায়ের জন্য দেশের জনগন, যানমাল ও সম্পত্তির ক্ষতিসাধন ও হত্যাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে উগ্র ইসলামী জঙ্গীবাদী লিফলেট বিলি করে থাকে।

চকবাজার থানায় আটককৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।