একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ লস অ্যাঞ্জেলেস সেজে উঠেছে ২৬ জানুয়ারি। বসল গ্র্যামি ২০২০ পুরস্কার বিতরণী আসর। সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশ্যে এল সেরার সেরা তারকাদের তালিকা। কাঁদের ঝুলিতে গেল এই পুরস্কার একজনজরে দেখে নিন।

শ্রেষ্ঠ ছবির গানের পুরস্কার পেল বেয়ন্সে হোম কামিং ছবির জন্যে।
শ্রেষ্ঠ ডান্স রেকর্ডিং এর পুরস্কার গেল দ্য কেমিকাল ব্রাদার্স-এর গট টু কিপ অন-এর ঝুলিতে।
শ্রেষ্ঠ ডান্স বা ইলেক্ট্রনিক অ্যালবামের পুরস্কার গেল দ্য কেমিকাল ব্রাদার্স-এর নো জিওগ্রাফি।
শ্রেষ্ঠ কান্ট্রি গান-এর পুরস্কার গেল তানিয়া টাকার-এর ব্রিং মাই ফ্লাওয়ার্স নাউ এর ঝুলিতে।
শ্রেষ্ঠ রক পারফর্মেন্স-এর পুরস্কার গেল গ্যারি ক্লার্ক জুনিয়র-এর দিস ল্যান্ড-এর ঝুলিতে।
শ্রেষ্ঠ রক গানের পুরস্কার পেলেন গ্যারি ক্লার্ক জুনিয়র-এর দিস ল্যান্ড।
শ্রেষ্ঠ পপ সোলো অ্যালবামের পুরস্কার গেল লিজো-র ট্রুট হার্টস-এর কাছে।
শ্রেষ্ঠ র‌্যাপ অ্যালবামের পুরস্কার গেল ইগর, টাইলার, দ্য ক্রিয়েটর-এর ঝুলিতে।
শ্রেষ্ঠ র‌্যাপ পারফর্মেন্স-এর পুরস্কার গেল রকস ইন দ্য মিডল ও নিপসে হাসেল-এর কাছে। …
শ্রেষ্ঠ র‌্যাপ গানএর পরস্কার পেল এ লট, ২১ স্যাভেজ।
শ্রেষ্ঠ আরবান সমসাময়িক অ্যালবাম-এ নির্বাচিত হল লিজো-র কজ আই লাভ ইউ।
শ্রেষ্ঠ পপ ভোকাল অ্যালবাম-এর পুস্কার গেল বিলি এইলিশ-এর হোয়েন উই অল এস্লিপ, হোয়ার ডু উই গো?
শ্রেষ্ঠ পপ ডুয়ো ও গ্রুপ পারফর্মেন্স-এর জন্য পুরস্কার পেল লিল নাস এক্স-এর ওল্ড টাউন রোডস।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা যেখানেই বক্তব্য রেখেছেন শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেছেন। সেই মিশেল ওবামা এবার জিতে নিলেন বিশ্বের অন্যতম সেরা সম্মান গ্র্যামি।সেরা স্পোকেন ওয়ার্ড অ্যালবামের জন্য এই কৃতিত্ব অর্জন করলেন মিশেল। তার আত্মজীবনীকে স্পোকেন ওয়ার্ড অ্যালবাম ‘বিকামিং’ নামে সামনে এনেছিলেন মিশেল। যা অচিরেই বেস্টসেলিং হয়ে যায়। এই অ্যালবামের কথায় মুগ্ধ হন মানুষ।