মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল দেশটির অন্যতম পবিত্র নগরী মদিনা শরিফে মারা যান তারা। এ নিয়ে সৌদিতে করোনায় সাত বাংলাদেশি মারা গেলেন। তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ ও নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া। এর আগে সৌদিতে আরও পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৭। সুস্থ হয়েছেন ৩৫ জন, মোট সুস্থের সংখ্যা ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৫১৫ জন। বিশ্বের ৯৫ হাজারের বেশি মানষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেিতিন লাখ ৫৫ হাজার ২৬২ জন। Share this:FacebookX Related posts: যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই করোনায় বিশ্বে প্রাণ গেল এক লাখ ৩৪ হাজার ৬১৫ জনের ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ করোনায় আফ্রিকায় ১ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রে করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো আড়াই লাখ যুক্তরাষ্ট্রে ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু করোনায় মারা গেলেন ১৮ লাখ ৭৫ হাজার ৪৬৭ জন স্কুল খোলার পর ভারতে ১৮৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আরও দুই বাংলাদেশির মৃত্যুকরোনায়মদিনা শরিফে