পিরোজপুরে জনসমাগমের দায়ে কাউখালীতে ৫ জনকে জরিমানা

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে জনসমাগম রোধে পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত হওয়ার কারণে কাউখালী মহিলা কলেজ এলাকায় ৩ জনকে এবং জয়কুল বাজারে ২ জনকে মোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করেন। ক্যারাম বোর্ড জব্দ করেন ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা দেন।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুনের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ ঘরে থাকার জন্য প্রচারণা চালান।