শিবগঞ্জে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘি ফুটবল মাঠের পশ্চিম পাশের তৈয়মুদ্দিনের আমবাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলিসহ একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে শিবগঞ্জ উপজেলার ১ নং শ্যামপুর ইউনিয়নের সন্নাসী কয়লা দিয়াড় এলাকার মো. ফরমান আলী ও সাজেনুর বেগমের ছেলে মো. সরোয়ার (২০)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১৩ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে অস্ত্রসহ সরোয়ারকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, সে একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।