পেটের ভেতর ইয়াবাসহ মাদক পাচারকারী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে । আটক রাজ (২৫) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের পশ্চিম পাড়ার রবিউল মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় নড়াইল ডিবি পুলিশের এস আই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ মনিরুল মোল্যা ওরফে রাজ নামে এক মাদক পাচারকারীকে আটক করে। আটকের পর তাকে নড়াইল ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে বিশেষ কায়দায় পেট থেকে কালো টেপ দ্বারা মোড়ানো ২৪টি পোটলায় থাকা ১২শ পিচ ইয়াবা উদ্ধার করে। রাজ কক্সবাজার থেকে পেটের ভেতর করে এই ইয়াবা বহন করে আনছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক পাচারকারী রাজকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । Share this:FacebookX Related posts: যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ বিরামপুরে পুলিশের জালে ধরা খেল মাদক ব্যাবসায়ী সুমন বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক বেনাপোল পুটখালী বালুর মাঠ থেকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ SHARES Matched Content অপরাধ বিষয়: পেটের ভেতর ইয়াবাসহমাদক পাচারকারী আটক