পঞ্চগড়ে দরিদ্র গর্ভবতী মায়েদের দুধ-ডিম বিতরণ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা প্রতিরোধে পঞ্চগড় জেলার স্থানীয় তহবিলের অর্থ হতে দরিদ্র গর্ভবতী মায়েদের পুষ্টির লক্ষ্যে দুধ ডিম বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ কর্মসূচির অধীনে শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গর্ভবতী মায়েদের সামাজিক দূরত্ব মেনে দুধ, ডিম ও আম বিতরণ করেন পঞ্চগড় জেলার করোনা ও ত্রাণ/প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের মনিটরিং কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শনিবার জেলার ১৫০ জন দরিদ্র গর্ভবতী মায়েদের পুষ্টির লক্ষ্যে দুধ, ডিম ও আম বিতরণ করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী গর্ভবতী মা ও শিশুদের পুষ্টির কথাও চিন্তা করেছেন। সেই চিন্তার আলোকেই এ কর্মসূচি। তিনি ৫০ বছর, ১০০ বছর পরের পরিকল্পনাও করে রেখেছেন। করোনা থেকে নিরাপদ থাকতে হলে নিজেকে নিরাপদ রাখতে হবে। আর নিজেকে নিরাপদ রাখতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তাহলে নিজে নিরাপদ থাকবেন, নিরাপদ থাকবে ভবিষ্যৎ প্রজন্ম এই শিশুরা। তিনি সকলের মঙ্গল কামনা করেন।’

মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সর্ম্পক হচ্ছে ভাই বোন। আমরা সবাই মিলে এই দেশটাকে সোনার বাংলায় পরিণত করতে কাজ করছি।’