জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ক্রীড়া সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ভাবে ৪শ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ৬ লাখ টাকার শিক্ষা বৃত্তি, ১০টি সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শীসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ারের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এখানেও প্রধান অতিথি ছিলেন এ্যাড. সামছুল আলম দুদু এমপি।