জয়পুরহাটে সুবিধাবঞ্চিত প্রবীণদের মাঝে ভাতা বিতরণ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে অসহায় সুবিধা বঞ্চিত ৩শ প্রবীণের হাতে বয়স্ক ভাতা হিসাবে ৩ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। বুধবার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের বয়স্ক ভাতা সুবিধার বাইরে রয়েছেন এমন প্রবীণদের হাতে মাসিক পরিপোষক হিসাবে ওই ভাতা তুলে দেয়া হয়।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়ন, ধলাহার ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৩শ অসহায় সুবিধাবঞ্চিত ও শারীরিক ভাবে লাজুক এমন প্রবীণদের প্রত্যেকের হাতে এক হাজার করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।

করোনা যুদ্ধে অসহায় হয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা প্রবীণরা ওই টাকা হাতে পেয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।পাইকড়দাড়িয়া গ্রামের ৭০ বছরের হামিদা বেওয়া বলেন, বাজার করার টাকা ছিলনা, এই টাকায় আমার অনেক উপকার হবে বাবা। নুরপুর গ্রামের ৭২ বছরের ভূপেন্দ্রনাথ রায় বলেন, আকালের সময় এই টাকা পেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবো।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মিল্টন চন্দ্র রায় প্রবীণরা ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য প্রবীণদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম বাদসা, সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমূখ।