নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

অনলাইন ডেস্ক ; মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬শ নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই ও লুডুলস, এক প্যাকেট বিস্কুট, এক কেজি চিনি ও আধা কেজি করে গুড়ো দুধ।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন (ভিপি মোহন), গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান সফিক, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, সহ সভাপতি সালাউদ্দিন আহমেদ, কোষাধক্ষ্য আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মারুফ মিয়াজী প্রমূখ।