চীন থেকে কেনা ১০ লাখ কেএন৯৫ মাস্ক ব্যবহারযোগ্য নয় : কানাডা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ অনলাইন ডেস্ক : চীন থেকে কেনা ১০ লাখ পিস কেএন৯৫ মাস্ক মানসম্পন্ন নয় বলে দাবি করেছে কানাডা সরকার। এ জন্য করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে এসব মাস্ক বিতরণ করেনি তারা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়, কানাডা সরকারের জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র এরিক মরিসসেট্টে বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য সুনির্দিষ্ট মান অনুযায়ী ওই মাস্কগুলো তৈরি করা হয়নি। আর এমন মাস্কের সংখ্যা প্রায় ১০ লাখ। এরিক মরিসসেট্টে বলেন, ‘এই সরঞ্জামগুলো স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়নি। স্বাস্থ্যকর্মীদের বাইরে যারা আছেন তাদের মাঝে এসব কার্যকরী হবে কি-না তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।’ কানাডার প্রকিউরমেন্ট মন্ত্রী অনিতা আনন্দের এক মুখপাত্র বলেন, ‘চারটি ফ্লাইটে চীন থেকে গত সপ্তাহের শেষে এন৯৫ শ্বাস-প্রশ্বাসের যন্ত্র, সার্জিক্যাল মাস্ক এবং করেনা পরীক্ষার রি-এজেন্ট আনা হয়েছে। এ সপ্তাহে আরও স্বাস্থ্য সামগ্রী চীন থেকে আসবে বলে সরকার আশা করছে।’ চীনের তৈরি কেএন৯৫ মাস্ক অনেকটা এন৯৫ মাস্ক ও ইউরোপ জুড়ে ব্যবহৃত এফএফপি২ মাস্কের মতোই। Share this:FacebookX Related posts: করোনার নতুন ধরন : গতি-প্রকৃতি পরীক্ষা করছে কানাডা করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকির ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও আমাকে নির্বাচনে হারাতে চায় চীন : ট্রাম্প ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অচল মুম্বাই যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ কংগ্রেসে হামলা জাতির ‘বড় লজ্জা’ : ওবামা ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ১০ লাখকানাডাকেএন৯৫ মাস্কচীন থেকে কেনাব্যবহারযোগ্য নয়