করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : সরাসরি সূর্যের আলো ও আদ্রতায় করোনাভাইরাস দ্রুত মারা যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। যদিও এই গবেষণাটি এখনো বাহ্যিক মূল্যায়নের অপেক্ষায় রয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান সাংবাদিকদের বলেছেন, ‘সরকারি গবেষকরা দেখেছেন যে অতিবেগুনি রশ্মির রোগজীবাণুতে প্রচুর প্রভাব পড়েছে। তারা আশা করছেন গ্রীষ্মে করোনা মহামারি বিস্তার আরও কমে যেতে পারে। কারণ, সরাসরি সূর্যের আলোর উপস্থিতিতে ভাইরাস দ্রুত মারা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে আকর্ষণীয় পর্যবেক্ষণ হলো, সোলার লাইট ভাইরাসটি হত্যার ক্ষেত্রে শক্তিশালী প্রভাব ফেলে এবং বাতাসেও এর কার্যকারিতা দেখা যায়। আমরা তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের ক্ষেত্রেও একইরকম প্রভাব দেখতে পেয়েছি। যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি সেখানে ভাইরাস টিকে থাকতে পারে না।’