ভয়ংকর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১

অনলাইন ডেস্ক : দেশিয় তৈরি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে।
এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুল ভাবে এটি আঘাত হানতে সক্ষম।

সেনাবাহিনী ও বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে।

এর আগে গত ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।