করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

অনলাইন ডেস্ক ; অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের পরীক্ষা সফল হলে ভারতও ভ্যাকসিন উৎপাদন করবে। ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করল।

সোমবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়, ভারতেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। মানব শরীরে ভ্যাকসিনের সফল প্রয়োগের পর তারা অক্টোবরেই মধ্যে বাজারে আনবে। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পুণের এই কোম্পানি। বিশ্বের সাতটি সংস্থা এই ভ্যাকসিন উৎপাদন করবে। সেগুলোর মধ্যে এখন ভারতের সেরাম ইনস্টিটিউটেরও নাম এলো।

অতীতেও ম্যালেরিয়ার ভ্যাকসিন প্রকল্পে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার নজির রয়েছে সেরাম ইনস্টিটিউটের। সেরাম ইনস্টিটিউটের এসআইআই আদর পুনাওয়ালা জানিয়েছেন, ইনস্টিটিউটের দল অক্সফোর্ডের ড. হিলের সঙ্গে কাজ করছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। প্রথম ছয় মাসে ৫০ লাখ উৎপাদনের লক্ষ্য। পরে প্রতিমাসে ১ কোটি করে উৎপাদন বাড়ানো যেতে পারে।

কোভিড-১৯ ভ্যাকসিন সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই বাজারে আনার পরিকল্পনা করছে। তবে অবশ্যই সফল পরীক্ষার পর। ভারতের এই ভ্যাকসিনের পরীক্ষা পরবর্তী ২-৩ সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। ইংল্যান্ডে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের অনুমানের ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট উৎপাদন শুরু করবে।