এবার কোরবানির পশু আসবে ট্রেনে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ অনলাইন ডেস্ক : আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনের পর এবার দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা হবে। আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭১১-৬৯১৫২০ নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে কোরবানির পশু পরিবহনে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে। গাইবান্ধা বা পাবনা অথবা কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা এবং ঢাকায় এক হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে। রেলওয়ে এর মধ্যে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় আম পরিবহন করতে পারছে। এবার ট্রেনে পশু পরবিহন করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুবিধা হবে। Share this:FacebookX Related posts: রিজার্ভ চুরির মামলায় হেরে গেল বাংলাদেশ করোনায় অর্থনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী বাজার-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ আজ খুলছে অফিস-আদালত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি চাল আমদানিতে শুল্ক কমলো ৩৭ শতাংশ পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: এবারকোরবানির পশু আসবেট্রেনে