এপ্রিল থেকে করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে: খোকন

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

অনলাইন ডেস্ক : দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার পর ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এপ্রিল মাসের শুরু থেকে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

রোববার (২২ মার্চ) দুপুরে নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র।

সাঈদ খোকন বলেন, ‘প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দিয়ে ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল’। এ প্রসঙ্গে তিনি সিটি করপোরেশন এলাকার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন।

মেয়র বলেন, করোনা আক্রান্তদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে ভাইরাসটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আসা সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত।

সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং করপোরেশনের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।