৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নওগা প্রতিনিধি ঃ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁয় মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড়ের সামনের সড়কে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। এসময় জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহিন মনোয়ারা হক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নুর জাহান বেগমসহ প্রমুখ।

এসময় বক্তরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকল নারীকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে আহবান জানান। এসময় মানব বন্ধনে জেলা মহিলা অধিদপ্তর, জেলা মহিলা পরিষদ, জেলা মহিলা সংস্থাসহ বেশ কয়েকটি সংগঠনের মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন।