আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ।