নওগাঁর সাপাহারে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত অবিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিলন হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির,বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকগন,অবিভাবক, ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।