নাগরপুরে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ‘বর্তমান সময়ে যথেষ্ট পরিমাণ ত্রাণ উপজেলা প্রশাসনের কাছে মজুদ রয়েছে। পর্যায়ক্রমে বন্যা কবলিত ত্রাণেরযোগ্য সকলকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।’

এদিকে, বন্যার পানিতে রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ফসলি জমিতে পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

বন্যা দূর্গত এলাকার বাসিন্দা আব্দুল করিম জানান, বন্যার জন্য তাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। এতে এক বেলা খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। তাই তারা সরকারি সহায়তা কামনা করেন।

একই এলাকার বাসিন্দা সেলিম আব্বাস জানান, তারা যে পরিমাণ সরকারি সহায়তা পেয়েছেন এটা দিয়ে কয়েক বেলা চলবে। তাই তারা ত্রাণের পরিমাণ আরও বৃদ্ধির দাবি জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দুই দফা বন্যায় নাকাল হয়ে পড়েছেন বন্যাকবলিত এলাকার মানুষ। এসব মানুষের মাঝে খাবার, গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সব চেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।

ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত উপজেলায় ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’ যাদের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে তাদেরকে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, ‘বন্যার্তদের মাঝে আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে।’