গাইবান্ধায় সোয়া ২ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২ লাখ ১৫ হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। এসময় লাভলু মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জের বোয়ালিয়ার চারমাথা মায়ামনি মোড় থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ টাকার ৪৩০টি জাল নোট জব্দ করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, গ্রেফতার লাভলু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।