সরকারি কর্মচারীদের ৫ শতাংশ প্রণোদনা: প্রজ্ঞাপন জারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ (প্রণোদনা) প্রদান করা হলো। আরও বলা হয়, এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে প্রদেয় হবে। এই বাড়তি বেতন ১ জুলাই থেকে ধরা হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে। সেই ধারাবাহিকতায় আজ প্রজ্ঞাপন জারি হলো। জানা যায়, বাড়তি ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গেই যোগ হবে। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীরা সাধারণভাবেই ৫ শতাংশ ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) পান। ৫ শতাংশ প্রণোদনা যোগ হওয়ায় এ বছর তাদের বেতন বাড়ছে ১০ শতাংশ। Share this:FacebookX Related posts: গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিক করতে প্রজ্ঞাপন জারি প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে :প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় আরও ২৭০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা জয়িতার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের চেক হস্তান্তর ১৬ মে পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন জারি : বিধিনিষেধ বাড়ল ২৩ মে পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি অপহরণ করে মুক্তিপণ আদায়, ডিবির ৬ সদস্য সাসপেন্ড করোনা : ১ কোটি ৭০ লাখ পরিবারকে সাহায্য দেয়ার প্রস্তাব সিপিডির ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন আরও জোরদার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন সরকারে থাকায় সব খাতে উন্নয়ন সম্ভব হচ্ছে SHARES Matched Content জাতীয় বিষয়: ৫ শতাংশপ্রজ্ঞাপন জারিপ্রণোদনাসরকারি কর্মচারীদের