পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিক করতে প্রজ্ঞাপন জারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমণের পর বন্ধ হয়ে যাওয়া পাসপোর্ট অফিসের সব স্বাভাবিক কার্যক্রম চালু করতে প্রজ্ঞাপন জারি করেছে পাসপোর্ট অধিদফতর। বৃহস্পতিবার (২০ আগস্ট) পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, ‘আমরা সবাই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি, কয়েকদিন পরেই পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।’ প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের করোনা প্রতিরোধে নির্দেশনা মেনেই এই কার্যক্রম চালানো হবে। এর আগে বুধবার (১৯ আগস্ট) পাসপোর্ট অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাইদুর রহমান স্বাক্ষরিত পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে কবে নাগাদ চালু করা হবে তা উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এমআরপি ও ই-পাসপোর্টের (নতুন ও রি-ইস্যু) আবেদন গ্রহণ ও প্রদান করা হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনের পর কবে চালু হবে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম জানতে চাইলে সাইদুর রহমান বলেন, ‘আগামী মাসের শুরু থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে। আর রি-ইস্যু আবেদন তো নেওয়াই হচ্ছে।’ পাসপোর্টের একজন কর্মকর্তা বৃহস্পতিবার সারাবাংলাকে বলেন, ‘সবকিছু শুরু হবে তবে একদিনে একটি নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহণ করা হবে। এর বেশি নয়। অনেকদিন পর কার্যক্রম চালু হওয়ায় লোকজন একেবারেই হুমরি খেয়ে পড়তে পারে। সেজন্য এমন চিন্তা করা হচ্ছে।’ পাসপোর্ট অধিদফতর সূত্র জানায়, গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমিত হওয়ার পর ২০ মার্চ পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ বন্ধ হয়ে যায়। এরপর রি-ইস্যু কার্যক্রম ধীর গতিতে চললেও ডেলিভারিতে ভোগান্তি বাড়ে। নির্দিষ্ট সময়ের দ্বিগুণ-তিনগুণ সময় পার হলেও অনেকে পাসপোর্ট ডেলিভারি পায়নি। এ সময় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমও বন্ধ থাকে। ফলে গত পাঁচ-ছয় মাসে পাসপোর্ট প্রত্যাশীদের ভোগান্তিতে পড়তে হয়। বন্ধের শুরুর দিকে হজে যেতে ইচ্ছুকদের স্পেশাল সার্ভিস দেওয়া হলেও সৌদি সরকার হজ বন্ধ ঘোষণা করলে সেই চাপও আর থাকে না। আগারগাঁও পাসপোর্ট অধিদফতরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘গত পাঁচ-ছয় মাসে করোনাকালীন সময়ে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা শিফট করে করে ডিউটি করেছে। এক দল দুই দিন দায়িত্ব পালন করে পরের দুই দিন কোয়ারেনটাইনে কাটিয়েছেন। ফলে সব ধরনের কার্যক্রমে ভাটা পড়ে।’ Share this:FacebookX Related posts: গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ‘ভ্যাকসিন কার্যক্রম চলবে বছরজুড়েই’ আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: কার্যক্রমপাসপোর্টেরপ্রজ্ঞাপন জারিস্বাভাবিক করতে