জয়িতার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের চেক হস্তান্তর

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
জয়িতার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জয়িতা নারী উদ্যোক্তাদের সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার রাজধানীর অগ্রণী ব্যাংক, ধানমন্ডি ও মোহাম্মদপুর শাখার মাধ্যমে হস্তান্তর করা হয়।

জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠিানে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, প্রধান অতিথি হিসেবে এবং অগ্রণী ব্যাংক লিমিটেড ধানমন্ডি শাখার সহকারী মহাব্যবস্থাপক জাকিয়া সুলতানা ও অগ্রণী ব্যাংক লিমিটেড মোহাম্মদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপনক ফারজানা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম ও জয়িতা ফাউন্ডেশনের পরিচালক নিপুল কান্ডি বালাসহ জয়িতার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিপণন কেন্দ্রের নারী উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন।