ময়মনসিংহ-১ আসনটি প্রধানমন্ত্রীকে আবারও উপহার দিতে চান-জুয়েল আরেং এমপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহ-১ আসনটি প্রধানমন্ত্রীকে আবারও উপহার দিতে চান ময়মনসিংহ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। রবিবার (২৮মে) সকাল থেকে সন্ধা পর্যন্ত হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মন্ড উদ্বোধন শেষে ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব এর বাড়ি সংলগ্নস্থানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে আবারো ময়মনসিংহ-১ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামীলীগ যারা করেছেন আমি তাদের সকলকে সন্মান দেওয়ার চেষ্টা করেছি। আমি দলের বিষয়ে কোন হস্তক্ষেপ করেনি। আপনারা যারা গত নির্বাচন গুলিতে আমার ক্ষতি করার জন্য ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চেয়ে ছিলেন, আমি তাদেরকে চিনি তারপরও আমি আপনাদের কোন ক্ষতি করিনি। আমি সকলের সাথে মিলেমিশে এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে চাই। দলের কোন ক্ষতি করবেন না, দল সমন্ধে কোন খবরদারি চলবে না, দলদলের মত চলবে। আওয়ামীলীগকে সুসংগঠিত করতে সিদ্ধান্ত নিবেন আপনারাই,এতে আমার কোন হস্তক্ষেপ থাকবেনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোটদিয়ে জয়যুক্ত করতে হবে। ষড়যন্ত্র করে কেউ কোনদিন হালুয়াঘাটের নমিনেশন ঘুরাইতে পারে নাই। নমিনেশন দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দল যাকে নমিনেশন দিবে আমরা তার নির্বাচন করব। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, তাই মিথ্যা প্রপাগন্ডা চালিয়ে দলের ক্ষতি করবেন না। বর্তমান সরকারের সময়ে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক, হালুয়াঘাট মুন্সিরহাট ভায়া ধোবাউড়া সড়ক, হালুয়াঘাট সিমান্ত সড়ক, হালুয়াঘাট কালাপাগলা ভায়া নালিতাবাড়ি সড়ক, হালুয়াঘাট ধুরাইল ভায়া নালিতাবাড়ি সড়ক, হালুয়াঘাট নাগলা বাজার থেকে শাকুয়াই ঘোয়াতলা ভায়া ধোবাউড়া সড়ক, হালুয়াঘাট বাঘাইতলা ভায়া নালিতাবাড়ি সড়ক, ইটাখলা মোড় থেকে আলিসা বাজার ভায়া শাকুয়াই বাজার সড়ক, গোবরাকুড়া-কড়াইতলী স্থল বন্দর,উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা ও বহুতল ভবন, বিভিন্ন মাদ্রাসায় বহুতল ভবন, মাধ্যমিক ও উচ মাধ্যামিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন,মডেল মসজিদ নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ ইনষ্টিটিউট নির্মাণ,উপজেলা পরিষদের সম্প্রসারিত আধুনিক ভবন নির্মাণ,জয়িতা মহিলা মার্কেট এর আধুনিক ভবন নির্মাণ,ফায়ার সার্ভিস ষ্টেশান নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক ভবন নির্মাণ, কালচারাল ভবন নির্মাণ, উপজেলা জুড়ে শতভাগ বিদ্যুতায়, হালুয়াঘাট পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করণ, কৃষকদের উন্নয়নে বিনামূল্যে সার বীজ বিতরণ, সরকারি ভর্তুকি মূলে হারভেস্টারসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ, হালুয়াঘাট থানার বহুতল আধুনিক ভবন নির্মাণ,হালুয়াঘাট আর্দশ উচ্চ বিদ্যালয় ও হালুয়াঘাটশহীদ স্মৃতি ডিগ্রী কলেজকে সরকারি করণ, অসহায় গৃহহীন মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ভুমিহীনদের খাস জমি বিতরণ ও গৃহনির্মাণ, ন্যাশনাল সার্ভিস কার্যক্রম এ বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে অর্থনৈতিক সুবিধা প্রদান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,পঙ্গু ভাতা, শিশু ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ভিক্ষুকদের জন্য পূর্নবাসন কার্যক্রম গ্রহন, সমাজের অতিদরিদ্র অসহায় ব্যক্তিদেরকে অর্থনৈতিক,অন্ন,বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিবাহ ও পঙ্গু ভাতাসহ বিভিন্ন ভাবে জনসাধারণকে সার্বিকভাবে সাহায্য ও অনুদান প্রদান। স্থানীয় সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রিতির বন্ধনে আবদ করে রেখেছেন উভয় উপজেলার আপামর জনসাধারণকে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো সর্বসাধারণ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জুয়েল আরেংকেই নির্বাচিত করতে চান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ও প্রচার প্রচারণায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ জুয়েল আরেং এর সমর্থক গোষ্ঠী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুয়েল আরেংকেই নৌকা প্রতীকে বিজয়ী করতে বদ্ধপরিকর উপজেলাবাসী। Share this:FacebookX Related posts: ময়মনসিংহ-১ আসনে জনগনের মুখে হাসি ফুটিয়েছেন- জুয়েল আরেং এমপি ভাস্কর্যটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নওগাঁর ফরহাদ ধোবাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জুয়েল আরেং এমপি ময়মনসিংহ-১ আসনে জনগনের মুখে হাসি ফুটিয়েছেন সাংসদ জুয়েল আরেং প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি: প্রতিবাদ করায় প্রধান শিক্ষকে পিটিয়ে জখম প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি: প্রতিবাদ করায় প্রধান শিক্ষকে পিটিয়ে জখম হালুয়াঘাটের ধারা ইউনিয়নের ৪টি রাস্তার উদ্বোধন করেন- জুয়েল আরেং এমপি নিরাপদ সড়কের দাবিতে গৌরীপুরে মানববন্ধন-বিক্ষোভ মদনে জরুরি কল সেন্টার সেবার প্রচারণা গৌরীপুরে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: আবারওআসনটিউপহার দিতে চানজুয়েল আরেং এমপিপ্রধানমন্ত্রীকেময়মনসিংহ-১