গৌরীপুরে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন আল মামুন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

কমল সরকার’গৌরীপুর : করোনা সংকট মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের কৃতি সন্তান মো. আল মামুন।
(২৪ এপ্রিল) শুক্রবার দুপুরে ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও শারিরিক দুরুত্ব বজায় রেখে ইউনিয়নের ডাউকি ধামগাঁও ও নন্দিপাড়া এলাকায় প্রকৃত কর্মহীন দুস্থ অসহায় মানুষের মাঝে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আল মামুন।

এ ছাড়াও করোনা সংক্রমন রোধে আল মামুনের উদ্যোগে বেশ কিছুদিন যাবত ডাউকি গ্রামের একদল যুবকদের নিয়ে সমস্ত গ্রামে জীবানু নাশক স্প্রে করা অব্যাহত আছে। বর্তমান সময়ে আল মামুনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তারা বলেন করোনা সংকট মোকাবেলায় অসহায়দের খাদ্য সামগ্রী বিতরন ও গ্রামের প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে জীবানু নাশক ছিঠানো কার্যক্রম সত্যি প্রশংসার দাবীদার।

এমনিভাবে প্রত্যেকের নিজ নিজ এলাকায় অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসা ও সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করতে পারলে আমরা মরন ব্যাধী করোনাকে পরাজিত করতে পারবো।

আল মামুন বলেন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হউন নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন অপরকে ও সমাজকে সুস্থ রাখার জন্য ভুমিকা পালন করুন।