বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ অনলাইন ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ২৯৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৬৩ হাজার ৪৫৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৯০১ জন। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৮৩ হাজার ১৯৭ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২০৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৬ লাখ ৬২ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৯৪৫ জনের। তবে মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয়। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ১ হাজার ৬০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৯ জনের। দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৯ জনে। এছাড়াও এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। Share this:FacebookX Related posts: বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর শতকরা ৭০ ভাগ ইউরোপে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে ভারতে করোনায় আক্রান্ত ১ হাজার ৯৮১ জনের মৃত্যু, আক্রান্ত ৫৯ হাজার ৬৬২ জন বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ২১৮ কোটি ছাড়াল বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড আরব বিশ্বে হু হু করে বাড়ছে এরদোয়ানের জনপ্রিয়তা মহানবীর (স) কার্টুন প্রচারের নিন্দায় অভূতপূর্ব ঐক্য মুসলিম বিশ্বে করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা টুইটারে ‘দুর্দান্ত সমর্থকদের’ প্রশংসা করলেন ট্রাম্প SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ১০ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছেকরোনায় আক্রান্তবিশ্বে