অক্টোবর-নভেম্বরে করোনায় মৃত্যু বাড়বে, পরিস্থিতি আরও কঠোর হবে

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ধারণা করছে, ইউরোপে অক্টোবর নভেম্বর মাসে কোভিড-১৯ এ প্রতিদিনের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে।

ডব্লিওএইচও এর ইউরোপ শাখার পরিচালক হান্স ক্লুগ সোমবার (১৪ সেপ্টেম্বর) এ কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি আরও কঠোর হবে। অক্টোবর ও নভেম্বরে আমরা আরো মৃত্যু দেখবো।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, এটিই শেষ মহামারি নয়। আমাদের জন্যে ইতিহাসের শিক্ষা হলো মহামারি জীবনেরই বাস্তবতা। তাই পরবর্তী মহামারির আগে তার জন্যে এ সময়ের চেয়েও বিশ্বকে আরো বেশি প্রস্তুত থাকতে হবে।

গেব্রিয়াসিস বলেন, কোভিড -১৯ মহামারি আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে একটি হলো স্বাস্থ্য বিলাসবহুল কোন জিনিস নয়, এটি প্রয়োজনীয় ও মানুষের অধিকার।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।

ডব্লিওএইচও প্রধান বলেন, এর অর্থ রাষ্ট্রগুলোকে অবশ্যই রোগ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবেলায় বিনিয়োগ করতে হবে।

তিনি সকল রাষ্ট্রকে জনস্বাস্থ্য বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান।