অ্যাম্বুলেন্সকে বাসচাপায় নিহত ৩

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ১, ২০২৩

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে অ্যাম্বুলেন্সকে বাসের চাপা দেয়ার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)।

আহত অ্যাম্বুলেন্সচালক লাল মিয়া (৪৫) রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অসুস্থ মোস্তাফিজুর রহমানকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাচ্ছিলেন তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা। পথিমধ্যে ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অসুস্থ মোস্তাফিজুর দুর্ঘটনায় তেমন আহত না হলেও তার স্ত্রী, ভাই ও আরেকজন নিকটাত্মীয় মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক। তাকেসিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।