পাবনায় বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : পাবনায় বাসের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই ভ্যানের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বেঙ্গল মিট কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইসহাক আলী এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন, সুজানগর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল লতিফের ছেলে আবু সাঈদ খান (৫৫), তার শিশু সন্তান তাওহীদ আলম খান (৫) ও ভাতিজি রওজা খাতুন (৫)। স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, পাবনা থেকে ঢাকা অভিমুখী সি-লাইন (ক্রিস্টাল লাইন) নামের একটি কোচের বিপরীত দিক থেকে আসা কাশীনাথপুর অভিমুখী ভ্যানগাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানগাড়ির দুই যাত্রী মারা যান। আহত আরও দু-তিনজনকে পাবনা জেনারেল হাসপাতলে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। কাশীনাথপুরের বাসিন্দা এবং কদিমালঞ্চি হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান হাফিজ জানান, ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। পুলিশ কর্মকর্তা ইসহাক আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। তারা রাস্তার পাশে দুর্ঘটনা কবলিত ভ্যানটি পড়ে থাকতে দেখেন। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানিয়েছেন কোচটির নাম সি-লাইন। মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানিয়েছেন, পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে। Share this:FacebookX Related posts: পাবনায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ পাবনায় ঈদ সামগ্রী বিতরণ পাবনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার পাবনায় আটঘরিয়ায় মেছো বাঘের তিনটি ছানা উদ্ধার পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত : অস্ত্র উদ্ধার নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরের হাটে পিকআপ, নিহত ৩ পাবনায় বন্যার্তদের মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ পাবনায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত ৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ৩ পাবনায় বহুজাতিক কোম্পানীর হাত থেকে বিড়ি শিল্পকে রক্ষায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান SHARES Matched Content দেশের খবর বিষয়: নিহত-৩পাবনায়বাস-ভ্যানেরমুখোমুখি সংঘর্ষ