নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে রক্তবমি ও জ্বরে আক্রান্ত হয়ে নিহত ২৪ বছর বয়সী নিলয় মজুমদারের করোনা ভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) থেকে রিপোর্ট পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস। নিহত নিলয় মজুমদার আজিজিয়া কমপ্লেক্সের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। তার বাবা তপন মজুমদার। নিলয় মজুমদার চৌমুহনীর একটি ডেন্টাল ক্লিনিকে দন্ত চিকিৎসক ডা. শরীফের সহকারী হিসেবে কাজ করতেন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, শুক্রবার বিকেলে নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নমুনার পরীক্ষা শেষে আমাদের কাছে রির্পোট এসেছে। রিপোর্ট নেগেটিভ, তার শরীরে কোরনা ভাইরাস পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান, যেহেতু নিহত নিলয় মজুমদারের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি তাই আজিজিয়া কমপ্লেক্স, ডাক্তার আহসান উল্যা টাওয়ার ও আল মদিনা টাওয়ার থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিলয় মজুমদারের কাশির সাথে রক্ত যাওয়া শুরু হলে পরিবারের লোকজন দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চৌমুহনী পাবলিক হল সংলগ্ন আজিজিয়া কমপ্লেক্স, ডাক্তার আহসান উল্যা টাওয়ার ও আল মদিনা টাওয়ার লকডাউন করে প্রশাসন। পরে একজন চিকিৎসক ও একজন মেডিকেল টেকনোলজিস দিয়ে নিহত নিলয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন করোনা উপসর্গ নিয়ে ২৪ঘন্টার ব্যবধানে মারা যান স্বামী-স্ত্রী নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করোনানিহত যুবকেরনোয়াখালীতেরিপোর্ট নেগেটিভ