চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল শওকত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ সদস্য যিনি স্যোশাল মিডিয়ায় ‘মানবিক’ শওকত খ্যাত কনস্টেবল শওকত হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। গত রবিবার তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার শাকিলা সোলতানা। পরে আদেশের কপি পাঠানো হয় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দপ্তরে। চাকরিচ্যুত শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙামাটিতে যান। সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। তিনি চাকরির পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করেন। চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ ছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়া মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়।’ জানা গেছে, ২০১৯ সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়েছিল। ওই সময় কমিশনার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকাও দিয়েছিল। বেওয়ারিশ মানুষদের চিকিৎসা সেবা দিয়ে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তখন সংবাদমাধ্যমে পুলিশের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এদিকে শওকত হোসেন ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় একটি মাহফিলে অতিথি হয়ে যান এবং ‘বিতর্কিত’ বক্তব্য দেন। ওই বক্তব্যের জেরে পরবর্তী সময়ে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলী থানায় পাঠানো হয়। উল্লেখ্য, ২০১১ সাল থেকে শওকত হোসেন চট্টগ্রাম মহানগরীর অসহায়, দুস্থ ও বেওয়ারিশ মানুষদের নিভৃতে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। Share this:FacebookX Related posts: চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড়শ বস্তিঘর পুড়ে গেছে কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার পটিয়া আলম প্লাজা ব্যাবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আজগর,সম্পাদক নুরুল চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন হতদরিদ্ররা লক্ষ্মীপুরে মেয়ে হত্যা মামলায় কারাবন্দি বাবার মৃত্যু নদীর মোহনা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ বান্দরবানে নিরক্ষর ব্যক্তিদের অক্ষরজ্ঞান প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হাতিয়ায় ইটভাঁটাকে ৫০ হাজার টাকা জরিমানা রাঙ্গামাটিতে ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৪ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: চাকরিচ্যুতপুলিশ কনস্টেবলমানবিকশওকত